নিউজ ডেস্ক : গ্রামে সন্ত্রাস চালানোর অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতার ভাই। উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার সুজালি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা আব্দুল হকের ভাই মহম্মদ খালেক। আব্দুল হক ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রামের মানুষের ওপর নানা অত্যাচার চালানোর অভিযোগ আসছিলো বহুদিন ধরেই।
TMCP র দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, আহত ৬
এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলে এবং গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তৃণমূল নেতা আব্দুল হক। তাকে দল থেকে বহিষ্কৃতও করা হয়। তবে রবিবার চোপড়া কান্ডের জেরে সোচ্চার হয় সুজালির গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে মহম্মদ খালেকের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনার জেরে মহম্মদ খালেকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ। চোপড়ার সুজালী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বর্ষার মরশুমে রায়গঞ্জে কুলিক নদীর বাঁধের অবস্থা বেহাল
শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা সুরজিত সেন।শাসকদলের ছত্রছায়ায় থেকে এরা নানা অপকর্ম করে আসছিলো। কিন্তু গ্রামবাসীদের প্রতিরোধে পুলিশ মহম্মদ খালেককে গ্রেফতার করতে বাধ্য হয় বলে দাবী করে সুরজিতবাবু। অন্যদিকে এদিন মহম্মদ খালেককে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক উভয় তরফের আইনজীবীর বক্তব্য শুনে ধৃতকে তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।