নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ অক্টোবর : সামনেই দুর্গাপুজো। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। তবে এবারে একেবারে ভিন্ন আবহ। করোনা আবহে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই পুজো উদ্দ্যোক্তাদের। এবছর করোনা সংক্রমণ রোধে লকডাউন, প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে সর্বস্তরের মানুষ।
লকডাউনের ফলে নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। মূলত পুজোর সময়ে দেখা দেয় তীব্র রক্ত সংকট। সেকারণে জেলা ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট নিরসনে এগিয়ে এল রায়গঞ্জ মেডিকেল কলেজের তৃণমূলের অস্থায়ী স্বাস্থ্য কর্মী সংগঠনের সদস্যরা। এদিন বেশ কয়েকজন রক্তদান করেন এদিনের শিবিরে। মূলত উৎসবের মরসুমে রক্ত সংকট দেখা দেয় জেলা ব্লাড ব্যাঙ্কে। তীব্র রক্ত সংকট নিরসনে এবারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রায়গঞ্জ মেডিকেল কলেজের তৃণমূলের অস্থায়ী স্বাস্থ্য কর্মী সংগঠনের সদস্যরা। সোমবার রায়গঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকায় অবস্থিত রায়গঞ্জ মিউনিসিপাল পার্কে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বেশ কয়েকজন রক্তদাতা এদিনের শিবিরে রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক অন্যান্য নেতৃত্বরা। করোনা পরিস্থিতিতে আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করা হবে জানিয়েছেন সংগঠন নেতৃত্ব।