সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ

সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ

আর সি টিভি সংবাদ, ৩ মার্চ :  বেজায় বিপাকে হাসপাতালের প্রসূতিরা। দেখা মিলছে না স্ত্রীরোগ চিকিৎসকদের৷ এমনই অভিযোগ তুলে সরব হয়েছে রোগীর বাড়ির লোকেরা। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে যখন নেতা মন্ত্রীরা বড়বড় কথা বলেন, তখন এমন পরিস্থিতি কেন হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসূতির রোগীদের অস্ত্রোপচারের পরে আর ওয়ার্ডে আসছে না চিকিৎসক। যে চিকিৎসক অস্ত্রোপচার করছেন, তিনি তো আসছেনই না। এমনকি অন্য চিকিৎসকদেরও দেখা মিলছে না। এমনই অভিযোগ উঠল বালুরঘাট জেলা হাসপাতালে। অভিযোগ, বেশকিছুদিনের মধ্যে ১২ জন প্রসূতির অস্ত্রোপচার হয়েছে ওই সরকারি জেলা হাসপাতালে। কিন্তু সপ্তাহ খানেক ধরে ঠিকমত চিকিৎসকের দেখা মিলছে না বলে অভিযোগ৷ ফলে তীব্র সমস্যায় পড়েছেন প্রসূতিরা৷ দেহের অস্ত্রোপাচারের অংশে কারও কারও সংক্রমণ দেখা দিয়েছে। এই ঘটনায় হাসপাতালকে কাঠগড়ায় তুলেছে প্রসূতি ও বাড়ির লোকেরা। 

“হোস্টেলে সাপ আছে”- ঘর না দিয়ে দৃষ্টিহীন ছাত্রীকে ভীতি প্রদর্শন

অভিযোগ, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের সকালে ও সন্ধ্যায় দুইবেলা চিকিৎসকের রাউন্ড দেওয়ার কথা থাকলেও বালুরঘাট হাসপাতালের চিত্রটা পুরো অন্য। স্বাস্থ্য ভবনের সেই নিয়ম কেউ মানছেন না বলে অভিযোগ। নামমাত্র রাউন্ড দিয়ে চলে যান চিকিৎসকরা। চিকিৎসা পরিষেবা না পেয়ে শারীরিক অবস্থার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর পরিজনেরা।

জাদুকরের ফাঁদে উধাও গৃহবধূ

এই ঘটনায় ইতিমধ্যেই হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসূতির পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ৷এদিন রোগীর বাড়ির লোকেরা সরব হওয়ার পর হাসপাতাল সুপারের নির্দেশে বেশ কয়েকজন রোগীকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছে। তবে কতদিনে পরিস্থিতি বদলায় এখন সেটাই দেখার।

Next Post

অবলা জীবকে পাশবিক নির্যাতন! মনুষ্যত্বের অভাব?

Fri Mar 3 , 2023
আর সি টিভি সংবাদ , ৩ মার্চ : সতিই অত্যন্ত অমানবিক! অবলা জীব। তাদেরও কষ্ট হয়, যন্ত্রনা হয়। বুক ফাটে তবু মুখ ফোটে না। আর এমন প্রানীদের সাথেই এ ধরনের আচরন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অত্যন্ত নিন্দনীয়। আর এবারে সেই নিন্দার ঝড় উঠল রায়গঞ্জ শহরজুরে। রায়গঞ্জ শহরের দেবীনগর বাজারে রোজই বিকিকিনি […]

আপনার পছন্দের সংবাদ