আর সি টিভি সংবাদ , ৪মার্চ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্য জুড়ে শোরগোল চলছে, তখন বালুরঘাটে তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নাম চাকরি বাতিলের তালিকায়। আর এনিয়ে চাঞ্চল্য শহরে। জানা গিয়েছে বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর দীপান্বিতাদেবী।
আরও পড়ুন –“হোস্টেলে সাপ আছে”- ঘর না দিয়ে দৃষ্টিহীন ছাত্রীকে ভীতি প্রদর্শন
পাশাপাশি তিনি বালুরঘাটের প্রাচ্য ভারতী উচ্চ বিদ্যালয় এর জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন।তবে পর্ষদ থেকে যে চাকরি বাতিলের ৬১৮ জনের নামের তালিকা প্রকাশ হয়েছে তাতে ৪৯০ নম্বরে নাম রয়েছে দীপান্বিতা দেবসিংহের। এই ঘটনায় প্রাচ্য ভারতী স্কুলের প্রধান শিক্ষক শ্যামাচরণ প্রামানিক জানান, জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে ইমেল মারফত মধ্যশিক্ষা পর্ষদের ক্যানশেলেশন তালিকা পাঠানো হয়েছে। পদক্ষেপ নেওয়ার বিষয়ে কোনো নির্দেশ এখনও তিনি পান নি।