আর সি টিভি সংবাদ , ৩ মার্চ : এসেছিল জাদু দেখাতে। একসপ্তাহ থেকে নানা ভেলকি দেখিয়ে বিশ্বাস অর্জন করেছিল গ্রামের লোকের। কিন্তু সাতদিন কাটতেই ম্যাজিকের মতই উধাও জাদুকর।
পাশাপাশি খোঁজ মিলছে না গ্রামেরই এক তরুণী গৃহবধূর। গোটা ঘটনায় হতভম্ব পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েতের শান্তিপুর এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, গত এক সপ্তাহ আগে ওই গ্রামে হঠাৎ হাজির হয় ওই যুবক। এলাকায় ঘাঁটি গেঁড়ে মূলত সাইকেলের বিভিন্ন ব্যালেন্সের খেলা দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দেয় ওই যুবক। এছাড়াও আরও নানা রকম পথ চলতি ম্যাজিক, হাতসাফাই সহ ভেলকি দেখানোর খেলা দেখাত। নিজেকে ‘জাদুকর’ বলেও এলাকায় পরিচয় দেয় সে।
ঘর থেকে মা ও দুই সন্তানে দেহ উদ্ধার
নদীয়ার বাসিন্দা রাকেশ পাহাড়ি নামে নিজের পরিচয় দিয়েছিল গ্রামবাসীদের। সদালাপী ওই যুবক সহজেই মন জয় করে নেয় এলাকার মানুষদের। এলাকার মহিলাদের বিশ্বাস অর্জন করে নানাবিধ সমস্যা দূর করার প্রতিশ্রুতিও দিয়েছিল সে। সম্পত্তি বৃদ্ধি, চাকরী ব্যবসায় লাভের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে নগদ টাকা, বেশ কিছু সোনার গয়না হাতিয়ে নেয় সে। কিন্তু এক সপ্তাহ পর হঠাৎ করেই উধাও জাদুকর। বৃহস্পতিবার থেকে খোঁজ মিলছে গ্রামেরই এক গৃহবধূর। ওই প্রতারক জাদুকরই তাকে নিয়ে পালিয়েছে বলে মনে করছে গৃহবধূর স্বামী প্রসেনজিৎ রায়।
নর্দমা তৈরির বিবাদের জেরে পুরসভার ভেতরেই আক্রান্ত চেয়ারম্যান
ওই নিখোঁজ জাদুকরের বিরুদ্ধে নিজের স্ত্রীর অপহরণের অভিযোগ জানিয়ে পুলিশের দারস্থ হয়েছেন তিনি। পাশাপাশি অভিযোগ দায়ের হয়েছে প্রতারিত গ্রামবাসীদের তরফেও। অভিযোগের পরিপ্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় ওই জাদুকরের খোঁজে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।