নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৪ জানুয়ারী : করোনার ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে। শুক্রবার মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বিডিও জয় আমেদ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা সহ মানিকচক ও ভুতনি থানার ওসি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, আইসিডিএস আধিকারিক, ব্লক প্রশাসনের আধিকারিক সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিন। এদিনের বৈঠকে সাধারণ মানুষ থেকে সরকারি কর্মীদের মধ্যে ভ্যাকসিন পৌঁছে দিতে প্রশাসনিক ব্যবস্থার সাথে সচেতনতা সামগ্রিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। বড় স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে সমস্ত কর্তাদের ভ্যাকসিন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ন ঝা। কোনরকম ভাবে ভ্যাকসিন নিতে মানুষ যাতে পিছুপা না হয় সেদিকে লক্ষ্য রেখেই সমগ্র স্তরের প্রশাসনিক কর্তাদের সচেতনতা বৃদ্ধিতে নির্দেশিকা দেওয়া হয়। এপ্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ন ঝা বলেন, আগামী ১৬ ই জানুয়ারি থেকে মানিকচক ব্লকের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। সেই দিকে লক্ষ রেখে সমস্ত স্তরের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে। ভ্যাকসিন যাতে সকল মানুষের মধ্যে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রেখে পর্যালোচনা করা হয় এদিনের বৈঠকে। প্রথম পর্যায়ে করোনো যোদ্ধা হিসেবে যারা কাজ করে চলেছেন তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।