নিজস্ব সংবাদদাতা, ১১ অক্টোবর : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি মজবুত করতে উদ্যোগী হয়েছে বাম নেতৃবৃন্দ। সেকারণে খেটে খাওয়া শ্রমিক, কৃষক, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াতে শ্রমজীবী ক্যান্টিন খোলার পাশাপাশি কর্মীসভার ওপর জোর দিয়েছেন তারা।
রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় বামফ্রন্টের কর্মীসভা। সেই সভায় যোগ দেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। কর্মীসভায় কেন্দ্রের শাসক দলের কড়া সমালোচনা করে জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন। কর্মীসভা উপলক্ষ্যে এদিন সকালে বাম কর্মী সমর্থকদের একটি মিছিল গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। হাতে লাল ঝান্ডা নিয়ে স্লোগানও দেন তারা। মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুরে দাঁড়াতে চায় বামেরা। আর এই কারণেই মানুষের মন জয় করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারা। এদিনের সভায় মোঃ সেলিম বলেন কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। যেকারণে সাধারণ মানুষ, কৃষক খেটে খাওয়া শ্রমিক তীব্র সমস্যায় পড়ছেন। এমনকি এমনকি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য অত্যাবশ্যকীয় পণ্য আওতার বাইরে করে দিয়েছে এতে করে আরো সমস্যা বাড়ছে এদিন বিজিবি পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ।