বিজেপির সমস্ত পদ ত্যাগ করলেন অভিনেতা সুমন বন্দোপাধ্যায়

বিজেপির সমস্ত পদ ত্যাগ করলেন অভিনেতা সুমন বন্দোপাধ্যায়

নিউজ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং সাংস্কৃতিক আহ্বায়ক পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে এদিন ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।

ইস্তফা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন জানান, “আমার পদত্যাগ করার নেপথ্যে কোনও ব্যক্তিস্বার্থের সংঘাত নেই। ব্যক্তিগত সময়ের অভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। এত গুরুদায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয় বর্তমানে। এভাবে বিজেপি ও দলীয় কর্মীদের সঙ্গে অন্যায় করতে চাই না।”উল্লেখ্য, ২০১২ সালে বিজেপি-তে যোগ দেন সুমন বন্দোপাধ্যায়। প্রথম থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক পদে থাকার পাশাপাশি রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্যও ছিলেন তিনি। তবে ওয়াকিবহাল মহলের মতে, বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন সুমন।তবে পদ্ম ছেড়ে অভিনেতা ঘাসফুল শিবিরে নাম লেখাবেন কিনা তা নিয়ে তুঙ্গে জল্পনা।

Next Post

আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-র জন্মদিন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা

Fri Oct 1 , 2021
 নিউজ ডেস্ক, ১ অক্টোবর :  দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-র জন্মদিন। ১লা অক্টোবর ১৯৪৫ সালে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার পারাউখ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাইকুলাল ছিলেন একজন ভূমিহীন চাষি। ছোট্ট দোকানের উপর নির্ভর ছিল মাইকুলাল কোবিন্দের সংসার। রামনাথ কোবিন্দ জন্মেছিলেন যে মাটির কুঁড়ে ঘরে সেটি এখন আর […]

আপনার পছন্দের সংবাদ