বিজেপি সভাপতি পদে অপসারিত দিলীপ, এলেন সুকান্ত

 নিউজ ডেস্ক, ২১ সেপ্টেম্বর :   বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে আচমকাই সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে। নতুন রাজ্য সভাপতি হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷ উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ বিজেপির রাজ্য সভাপতি পদে বসলেন৷ 

উল্লেখ্য রাজ্য সভাপতি হিসাবে দিলীপের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। কিন্তু তার আগেই রদ বদলে আচমকাই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে৷ এবারের বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গে বিজেপি মুখ থুবড়ে পড়লেও উত্তরবঙ্গে তুলনামূলক ভাবে ভাল ফল করেছিল। এর ফলে উত্তরবঙ্গ থেকে দলের রাজ্য সভাপতি মনোনীত করার দাবি ছিল গেরুয়া শিবিরের অন্দরেও। আবার রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, সুকান্ত যে বিজেপি-র পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন তা আগে থাকতে কিছুটা আন্দাজ করা গিয়েছিল। সম্প্রতি দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি কাকে দলের পরবর্তী রাজ্য সভাপতি করা যায় তা বাংলার নেতৃত্বের কাছে জানতে চান। সে সময় সুকান্তের কথা উঠে আসে। সব মিলিয়ে সুকান্ততেই সিলমোহর দিলেন বিজেপি-র সর্বভারতীয় নেতৃত্ব। এদিকে বিধানসভা ভোটের পর দলে ভরাডুবির পর রাজ্য বিজেপিতে বড়সড় ভাঙন ধরে৷ একের পর এক বিধায়ক ও সাংসদ দল ছেড়ে তৃণমূলে নাম লেখান। এতেই সম্ভবতঃ দিলীপের ওপর চাপ বাড়ছিল। দলের সংগঠন ভেঙে পড়ায় অন্দরে প্রশ্নের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে অবশেষে সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে। এমনটাই অনুমান রাজনৈতিক মহলের৷

Next Post

খালি চোখে দেখা মিলবে না, দুর্গাপ্রতিমা দেখতে হলে সঙ্গে রাখুন আতস কাঁচ।

Tue Sep 21 , 2021
রায়গঞ্জ, ২১ সেপ্টেম্বর :  খালি চোখে দেখা মেলে না এই দুর্গাপ্রতিমার। মায়ের প্রতিমা দেখতে হলে সঙ্গে রাখতে হবে শক্তিশালী আতস কাঁচ। কারন রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা শিল্পী মানস রায় দেশলাই কাঠি,খড়,মাটি দিয়ে যে প্রতিমা বানাচ্ছেন তার দৈর্ঘ্য মাত্র দুই মিলিমিটার। গিনেস বুক অফ রেকর্ডের স্বীকৃতি পেতেই এই প্রতিমা তৈরী করছেন তিনি। […]

আপনার পছন্দের সংবাদ