রতুয়া, ২২ জুলাই : জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশী অপর এক ব্যক্তির বিরুদ্ধে।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম শেখ হেনা।
অভিযোগ সেখ হেনা ও অভিযুক্ত শেখ নাজিরের পাশাপাশি জমি রয়েছে।জমির আল দেওয়াকে কেন্দ্র করে এর আগেও তাদের বচসা হয়েছিল।বুধবার রাতে ফের ওই বিষয়ে বচসা শুরু হয়। সেই সময় তাকে লক্ষ্য করে শেখ নাজির গুলি চালায় বলে অভিযোগ।তার ডান কাঁধে গুলি লাগে। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গুলিবিদ্ধ শেখ হেনা জানিয়েছেন, জমির আল নিয়ে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে বিবাদ চলে আসছিলো। এদিন সে বাড়িতেই ছিল। কিন্তু জমিতে আল ভেঙ্গে দেওয়ার কথা শুনে সেখানে যায়। সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে তার সঙ্গে নাজিরের গন্ডগোল বেঁধে যায়। সেসময় আচমকাই নাজির তাকে লক্ষ করে গুলি চালিয়ে দেয়। তার ডান কাঁধে গুলি লাগে। এই ঘটনায় অভিযুক্ত শেখ নাজিরের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবারের সদস্যরা। যদিও অভিযুক্ত শেখ নাজির পলাতক।ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।