মানিকচক, ২২ জুলাই : নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান সহ বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে মানিকচক বিডিও অফিসে ডেপুটেশন দিলো বাম নেতৃত্ব। বৃহস্পতিবার ব্লক প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠন নেতৃত্ব। পরবর্তীতে সংগঠনের দাবি-দাওয়া সমন্বিত স্মারকলিপি ব্লকের বিডিওর হাতে তুলে দেন বাম নেতৃত্বরা।
এদিনের কর্মসূচিতে দেবজ্যোতি সিনহা, কামাল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব।উল্লেখ্য, মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে নদী ভাঙন। প্রচুর ফসলি জমি এবং কিছু বাড়িঘর গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এখনও পর্যন্ত নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান হয়নি। তাই গোপালপুরের বেশ কিছু বাসিন্দা এবং বাম নেতৃত্বরা এদিন বিডিওর দ্বারস্থ হয়। ভাঙন প্রতিরোধের কাজ করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা, ভাঙন বিধ্বস্ত এলাকার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানো সহ একাধিক দাবি-দাওয়াকে সামনে রেখে মানিকচক ব্লকের বিডিও জয় আমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠন নেতৃত্ব। এপ্রসঙ্গে জেলা বামফ্রন্ট শ্রমিক সংগঠনের সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন, নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান আজও হয়নি এলাকাবাসীদের। সামান্য কিছু টাকার কাজ হবে বলে জানতে পারছি। তাতে ভাঙন রোধ করা সম্ভব নয়। গঙ্গা ভাঙ্গন নিয়ে সরকারের মনোভাবকে দোষারোপ করার পাশাপাশি দ্রুত কাজ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। জেলা বামফ্রন্ট শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, শ্রমিক সংগঠনের জেলার অন্যতম নেতা কামাল শেখ সহ মানিকচক ব্লক বামফ্রন্টের নেতা কর্মীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।