মালদা, ২২ জুলাই : ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় বচসার জেরে ছুরিকাঘাতে মৃত্যু হল এক যুবকের।বুধবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগরাই বাজার এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম, ইয়ারুল সেখ।বাড়ি স্থানীয় লক্ষীপুর গ্রামে।
এদিন রাতে এলাকার এক মেলায় গিয়েছিল ইয়ারুল। সেসময় আচমকাই তার সঙ্গে বচসা বাধে এলাকার যুবক সাদিকুল শেখের। বচসা চলাকালীন আচমকাই তার পেটে ছুরি দিয়ে আঘাত করে সাদিকুল।রক্তাক্ত অবস্থায় ইয়ারুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পরে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। যদিও সাদিকুলের সঙ্গে বচসার কারণ অজ্ঞাত তার পরিবারের সদস্যদের।মৃত যুবকের দাদা রেজাউল শেখ জানিয়েছেন, ঈদ উপলক্ষে এলাকাতেই মেলার আয়োজন করা হয়েছিল। বিকেলের দিকে তার ভাই সেখানে অন্যান্যদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। তারা জানতে পারে মেলায় ঘোরার সময় এলাকারই এক যুবক সাদিকুলের সঙ্গে বচসা বাঁধে তার ভাইয়ের। এরপরেই সাদিকুল তার ভাইকে গুলি করে বলে তারা জানতে পারে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার ভাইকে বাঁচানো যায়নি। যদিও কি কারণেতার ভাইকে গুলি চালানো হয়েছে তা তাদের জানা নেই বলে দাবী রেজাউল শেখের। এই ঘটনায় সাদিকুলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের মৃত যুবকের পরিবারের।তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সাদিকুল।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।