পঞ্চায়েত পরিচালনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির বৈঠকে তুলকালাম। দলের প্রধান ও অনুগামীদের হাতে আক্রান্ত দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যা। বৈঠকের মধ্যেই বেধড়ক মারধর। মেরে নাক ফাটিয়ে দেওয়ার পাশাপাশি শারীরিক হেনস্থা করা হয় বলেও অভিযোগ।
গ্যাস সরবরাহকারী গাড়ির ধাক্কায় প্রান গেল যুবকের
উল্লেখ্য, হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মন্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এমনই অভিযোগে সরব হন এলাকাবাসী সহ অন্যান্যরা। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করেন তারা। এরপরই বিষয়টি মীমাংসা করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় দলীয় বৈঠক ডাকা হয় মানিকচকে।
আপাতত বিদায় নিতে চলেছে পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’।
বৈঠকে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, বিজেপির মানিকচকের নেতা তথা জেলা সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। সেখানেই দুর্নীতির প্রশ্নে দলেরই দুপক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, সেই সময়ই প্রধান ও তার অনুগামীরা প্রতিমা মন্ডল নামে ওই মহিলা পঞ্চায়েত সদস্যার ওপর চড়াও হয়। মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। আহত পঞ্চায়েত সদস্যাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এবিষয়ে এক অভিযোগকারীর পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে শোনাবো আপনাদের।অপরদিকে এই গোটা বিষয়টি সম্পর্কে ঠিক কি জানিয়েছেন মালদা দক্ষিণের বিজেপির জেলা সভাপতি পার্থসারথি ঘোষ সেবিষয়ে শোনাবো আপনাদের।