হাইকোর্টে জামিন নিয়ে বিচারপতিদের মতানৈক্য। পার্থ-সহ চার জন অভিযুক্তের জামিন নিয়ে মতানৈক্য দেখা গেল দুই বিচারপতির। যার জেরে মামলা গেল প্রধান বিচারপতির কাছে।বুধবার রায়দানের সময় দেখা যায় দুই বিচারপতি দ্বিমত পোষণ করেছেন।
অতিরিক্ত চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল একজনের
মামলা শোনার পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সব অভিযুক্তকেই জামিন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় পার্থ-সহ পাঁচ অভিযুক্তের জামিন মঞ্জুর করেননি। প্রভাবশালী তত্ত্বে চারজনের জামিন খারিজ করে দেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় শুধু ধৃত কৌশিক ঘোষ, আলি ইমাম, সুব্রত সামন্ত ও চন্দন মণ্ডলের জামিন মঞ্জুর করেন। ফলে এই চারজনের জামিনে বাধা না থাকলেও পার্থ-সহ হেভিওয়েটরা কেউই বুধবার জামিন পেলেন না।পার্থদের জামিন নিয়ে এবার তৃতীয় বেঞ্চ গঠিত হবে। সেই বেঞ্চই পার্থদের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।