মাত্র দু’মাস পৃথিবীর সঙ্গ পাওয়ার কথা ছিল। সেই সময়সীমা উত্তীর্ণ হওয়ার মুখে। আপাতত বিদায় নিতে চলেছে পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’। ফের ২০৫৫ সাল নাগাদ রাতের আকাশে তার দর্শন মিলতে পারে। গত দু’মাস ধরে প্রদক্ষিণ করার পর ২৫ নভেম্বর পৃথিবীকে বিদায় জানাতে চলেছে সেটি।
যানজট রুখতে টোটোতে কালার কোড, হতাশ টোটোচালকরা
Asteroid 2024 PT5-কে পৃথিবীর ‘দ্বিতীয় উপগ্রহ’ বা ‘দ্বিতীয় চাঁদ’ বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা। 2024 PT5 আসলে একটি গ্রহাণু। আয়তন প্রায় ৩৩ ফুট। গত ৭ অগাস্ট আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-নজর পড়ে তার উপর। ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল সেটি। এবার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাচ্ছে সেটি।কিন্তু মহাকাশ গবেষণার কাজে ব্যবহৃত অত্যাধুনিক টেলিস্কোপ সেটিকে ফ্রেমবন্দি করতে সফল হয় নাসা।
https://x.com/NASAJPL/status/1834661544673640846