রিলস করার সময় চললো গুলি, মৃত কিশোর

রিলস করার সময় চললো গুলি, মৃত কিশোর

রিলস করতে গিয়ে চললো গুলি। বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃতদেহ। মাথায় গুলির আঘাত। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে ছড়িয়েছে মালদার কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। জানা গেছে মৃত ছাত্রের নাম সামিউল ইসলাম।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বন্ধ হয়নি বালি পাচার

সে স্থানীয় একটি হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার সবাই বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিল ওই ছাত্র। হঠাৎ বাড়ির ছাদ থেকে প্রতিবেশীরা বিকট আওয়াজ শুনতে পান। পরে প্রতিবেশীদের ফোন পেয়ে তার মা বাড়ি এসে ছেলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচকের এসডিপিও ফাইজাল রেজা ও কালিয়াচক থানার পুলিশ।

অনুমতি ছাড়াই স্কুল চত্বরে বেশ কয়েকটি গাছ কাটার অভিযোগ

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। অন্যদিকে এঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাফি আলি। সে মৃত সামিউলের বন্ধু। পুলিশ সুত্রে জানা গিয়েছে, একটি সেভেন এম এম পিস্তল নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিলস বানাচ্ছিল। সেসময় ঘটে এই ঘটনা। তবে বন্দুকটি কোথা থেকে এলো , কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ

Next Post

জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম

Fri Nov 22 , 2024
জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম।সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছেন। যেখানে একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোকের নিয়োগের কথা বলা হয়েছে। প্রথম পদটিই হল রাজনৈতিক বিশ্লেষকের। এক্ষেত্রে ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে এএমন কাউকে চাইছে সিপিআইএম।যার মূল কাজ হবে রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলকে পরামর্শ […]

আপনার পছন্দের সংবাদ