হরিশ্চন্দ্রপুর, ৩১ জুলাই : অবৈধভাবে প্রতিবেশীর জায়গা দখল করে বাড়ি তোলার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী কালীচরণ সাহা প্রতিবেশী নিরঞ্জন রায়ের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। এমনকী দোতলার ছাদের অনেকখানি অংশ নিরঞ্জনবাবুর জায়গায় চলে এসছে বলে অভিযোগ।এনিয়ে তার কাছে অভিযোগ জানাতে এলে নিরঞ্জন রায়কে হুমকীও দেয় বলে অভিযোগ। এ প্রসঙ্গে নিরঞ্জন রায়ের ছেলে ভোলা রায় জানান, আমাদের অবস্থা ততটা ভালো নয় বলে ওরা টাকার বলে গায়ের জোরে তাদের জায়গা দখল করে বাড়ি তুলছে। কিছু বলতে গেলেই পাল্টা আক্রমণ করতে আসছে। তাদের বাড়ির ছাদের ওপর ঘর যাতে না তোলা হয় সেজন্য তাদেরকে বহুবার বলা হয়েছে।কিন্তু তারা কর্ণপাত করেনি।এবিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে নিরঞ্জন রায়। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য শশীদেব পান্ডে জানিয়েছেন, এলাকায় একটা বাড়ি তৈরী নিয়ে সমস্যা বহুদিন ধরে চলে আসছে। এই এলাকার বাসিন্দা কালীচরণ সাহা ও তার ছেলে শশী সাহা অবৈধভাবে গরিব মানুষদের জায়গা দখল করে বাড়ি তৈরি করে চলেছে। প্রতিবাদ করতে গেলেই হুমকি দিচ্ছে।প্রশাসন ঘটনার উপযুক্ত পদক্ষেপ নেবে বলে জানান তিনি। তবে এদিন ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি অভিযুক্ত কালিচরণ সাহা। অন্যদিকে এপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, তুলসিহাটা এলাকায় বাড়ি তৈরির সমস্যা নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।