গাজোল, ৫ জুলাই : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। সোমবার ঘটনাটি ঘটেছে গাজোলের করোলাভিটা এলাকার গাজোল বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম আসেদুর আনসারী। বয়স ১৫।
করকচ অঞ্চলের ইসলামপুর এলাকার বাসিন্দার ওই নাবালক করকচ আনসোল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, এদিন ওই নাবালক পায়ে হেঁটে গাজোল হাসপাতাল মোড়ে ওষুধ কিনতে যাচ্ছিল। সে সময় গাজোল থেকে বালুরঘাটগামী একটি তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালকের। খবর পেয়ে তড়িঘড়ি গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। ঘটনার জেরে ঘাতক গাড়ী আটক করা সম্ভব হলেও চালক পলাতক। তাঁর খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়, পরবর্তীতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে।