আরসিটিভি সংবাদ : ২০১৭ সালের ভয়াবহ বন্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্ত ভবানী সেতুর একাংশ ভেঙে পড়ে। এরপর প্রশাসনের পক্ষ থেকে বেহাল সেতুটি সংস্কারের প্রতিশ্রুতি দেয় বলে দাবি গ্রামবাসীদের।
আরও পড়ুন – দুর্নীতি ইস্যুতে কড়া আক্রমণ তৃণমূলকে
কিন্তু তারপর পাঁচ বছর অতিক্রান্ত হয়্র গেলেও এখনও সেই সেতু সংস্কারের কাজ বিঁশবাও জলে। সেতু সংষ্কার না হলে পাশে নিচু জমিতে যাতায়াতের জন্য একটি বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তবে সেই রাস্তাটিও অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় জলে তলিয়ে যায় ওই সব এলাকা। ফলে বর্ষাকালে কয়েক কিলোমিটার পথঘুরে কিংবা নৌকার সাহায্যে পারাপার করে গন্তব্যস্থলে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের।
বেহাল এই সেতু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে হরিপুর, পাড়গাঁ, দুল্লভপুর, ডিগলডাঙ্গা, নিমকুড়ি,ডাঙ্গাপাড়া, দুর্গাপুর, শুকদেবপুর, কাটাতৈড়, দেবীপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ও নিত্য যাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আরও পড়ুন – পুর ওয়ার্ডে বিধায়ক প্রতিনিধি, তালিকা প্রকাশ করে বিতর্কে কৃষ্ণ
এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান ডলি রায় জানিয়েছেন, এই সেতু সংষ্কার করা গ্রাম পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়, প্রচুর টাকার প্রয়োজন। সেক্ষেত্রে জেলা পরিষদকে এগিয়ে আসা উচিত।
২০১৭ সালে বন্যা হলেও পরের বছর ২০১৮ সালে ছিল পঞ্চায়েত নির্বাচন। ফলে দীর্ঘ ৫ বছরেও কেন সেতু মেরামত হল না তা নিয়ে উঠছে প্রশ্ন৷