আরসিটিভি সংবাদ : দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট শহরের উপকণ্ঠে মঙ্গলপুর এলাকায় ‘আরণ্যক’ পার্কটি বালুরঘাট পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে। জয় রাইড হিসেবে পার্কের মধ্যবর্তী পুকুরে বোটের ব্যবস্থা এবং শিশুদের জন্য টয় ট্রেন করা হয়। বর্তমানে অবশ্য দুটিই অচল অবস্থায় রয়েছে। রয়েছে টিকিটের ব্যবস্থা। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পার্ক খোলা থাকে। দেখভালের জন্য পঞ্চায়েত সমিতির তিনজন কর্মী রয়েছেন পার্কে। কিন্তু শহরের বাইরে হওয়ায় ধীরে ধীরে কমেছে শিশুদের যাওয়া আসা, পাশাপাশি বেড়েছে যুবক যুবতীদের ভিড়। দুপুরের দিকে ফাকা থাকায় চলছে অসামাজিক ও অশ্লীল কাজকর্ম।
আরও পড়ুন – জলের প্রকল্প চালু করলেও জল পাচ্ছেন না গ্রামবাসীরা
“আরণ্যক” নামের ওই পার্কটিতে অসামাজিক ও অশ্লীল কাজকর্মের লীলাক্ষেত্র হয়ে উঠেছে বলে অভিযোগ। পার্কের আনাচে কানাচে যুবক যুবতীরা যৌনতায় মেতে উঠছে দিনের বেলাতেই। এই ঘটনায় বালুরঘাট পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল, পার্কে ঘটে চলা অশ্লীল কাজকর্ম নিয়ে সরব হয়েছেন। পার্কে ঘুরতে আসা প্রেমিক যুগলদের কাছ থেকে টাকা নিয়ে এইসব কার্যকলাপে মদত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন – প্রবল দাবদাহে ক্ষতির মুখে পরিবহন ব্যবসা
বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় মন্ডল জানান, বালুরঘাটের গর্ব আরণ্যক পার্ক। তবে বেশ কিছুদিন ধরে অসামাজিক কাজকর্মের খবর পাওয়া যাচ্ছে। এবিষয়ে পার্কের সুষ্ঠ পরিবেশ রক্ষায় বিডিও কে নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷এদিকে বালুরঘাটের বিডিও অনুজ শিকদার জানান, পার্কে কর্মী ও নিরাপত্তা বাড়ানো হবে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে সিকিউরিটির জন্য চিঠি দেওয়া হয়েছে।