চাঁচল, ২৬ জুন : বাড়ির সামনে খেলার সময় জলে পড়ে গিয়ে মৃত্যু হল দুই শিশুর। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামের গোপালপুরে।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম অভিজিৎ ভুঁইয়া ও সোম ঠাকুর অভিজিতের বাবা বিপুল ভুঁইয়া ও সোমের বাবা শ্যাম ঠাকুর দুজনেই পেশায় কৃষিজীবী।
জানা গিয়েছে এদিন সকালে বাড়ির সামনেই খেলছিল অভিজিৎ ও সোম। খেলবার সময় দুর্ঘটনাবশত তারা পাশের জলাশয়ে পড়ে যায়। সেই সময় বিষয়টি কেউ খেয়ালকরেনিকিছুক্ষণ পরে পুকুরে সোমের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।খানিক পর ভেসে ওঠে অভিজিতের নিথর দেহও। এই ঘটনায় এলাকার বাসিন্দা অজিত সিংহ বলেন, এদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় পুকুরের ধারে একটি বাচ্চার দেহ দেখতে পান। বাঁশ দিয়ে বাচ্চাটিকে কাছে এনে দেখতে পান সেটি এলাকার বাসিন্দা শ্যাম ঠাকুরের ছেলে সোমের। সঙ্গে সঙ্গে তাদের বাড়ির লোকেদের খবর দেন তিনি। এর মিনিট ১৫ পরেই ভেসে ওঠে আরেকটি বাচ্চার মৃতদেহ। ঘটনায় খবর পেয়ে আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি বাচ্চাদুটিকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পরে পুলিশ মৃতদেহদুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায়। ঘটনার খবর পেয়ে শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন বিধায়ক আব্দুর রহিম বক্সী। বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, মর্মান্তিক ঘটনা। ঘটনার খবর পেয়েই তিনি গ্রামে ছুটে এসেছেন। দুটি পরিবারকেই সবরকম সহযোগীতার আশ্বাস দিয়েছেন বিধায়ক। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।