
হরিশ্চন্দ্রপুর, ২৬ জুন : তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফিরে এলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপির প্রাক্তন কো-কনভেনার দীপক ঋষি। রবিবার হরিশচন্দ্রপুরে আয়োজিত এই কর্মসুচীতে তার হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব।
উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, দলের জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসুচীতে। উল্লেখ্য বেশ কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার সভাপতি সহ ৩০০জন কর্মী সমর্থকের সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা দীপক ঋষি।কিন্তু দলীয় নীতি পছন্দ না হওয়াতে ফের বিজেপিতে যোগ দিলেন বলে জানিয়েছেন দীপক ঋষি।তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি বিজেপির সংগঠন সামলাচ্ছেন। বিজেপি তার পরিবার। তাই নিজের পরিবারে তিনি ফিরে এসছেন। তৃণমূলে যাওয়াটা ব্যক্তিগত ভাবে তার ভুল ছিল বলে দাবী করেছেন তিনি।অন্যদিকে এবিষয়ে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, হরিশচন্দ্রপুরে দুটি মন্ডলের বৈঠক ছিল। সেখানেই বিধানসভার কো-কনভেনার আবার দলে ফিরে এসছেন। ভুল বুঝে হোক বা যেভাবে হোক কিছুদিন আগে তৃণমূল তাকে ওদের দলে নিয়ে গেছিলো। কিন্তু সে তার ভুল বুঝতে পেরে আবার বিজেপিতে আজ ফিরে এলো। তৃণমূল ভয় ও প্রলোভন দেখিয়ে বিজেপিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে জানান খগেন মূর্মু। যদিও তার দাবী নস্যাৎ করে তৃণমূল অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, দীপক ঋষি আবার বিজেপিতে ফিরে গিয়েছে । যদিও এতে তৃণমূলের কোন ক্ষতি হবে না। তিনি আরো বলেন, বড় বড় নেতা বিধায়করা লাইন দিচ্ছে তৃণমূলে যোগদানের জন্য। তৃণমূল ভয় দেখিয়ে যোগদান করায় না।
আরও খবর পড়ুন : তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে
