
মালদা, ২৬ জুন : গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দুই বাইকচোরকে গ্রেফতার করলো মালদার মোথাবাড়ি থানার পুলিশ। শনিবার রাতে মোথাবাড়ির গীতা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, ধৃত দুই বাইক চোরের নাম ছোটন শেখ ওনুর আলী।
তাদের বাড়ি মোথাবাড়ি থানার সাদিপুর এলাকায়। এদিন বাইক চুরি করে শহরের দিকে আসছিলো তারা। গোপনে খবর পেয়ে পুলিশ তাদের পেছনে ধাওয়া করে চোরাই বাইক সহ হাতেনাতে পাকড়াও করে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও।মোথাবাড়ি থানার পুলিশকর্মী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বাইকচুরির বিষয়ে অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। শনিবারও বাইকচুরির খবর আসে পুলিশের কাছে। এরপরেই মোথাবাড়ির পুলিশের একটি বিশেষ দল অভিযানে নেমে হাতেনাতে চোরাই বাইক সহ তাদের পাকড়াও করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন তারা চোরাইকাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন গ্রামে গ্রামে তারা ছাগল চুরি করত। এখন তারা পাশাপাশি চোরাই বাইক লেনদেনের কাজেও জড়িত রয়েছে তারা। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।যদিও তাদের সঙ্গে এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর পড়ুন : খেলার সময় অসাবধানতাবশত জলে ডুবে মৃত্যু দুই শিশুর
