ভোটারদের মন জয় করতে হুমকি ট্রাম্পের !

ভোটারদের মন জয় করতে হুমকি ট্রাম্পের !

নিউজ ডেস্ক , ০২ নভেম্বর :  রাষ্ট্রপতি নির্বাচনে পুনঃনির্বাচিত হলে দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসিকে বরখাস্ত করার হুমকি দিলেন বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ১ লা নভেম্বর ফ্লোরিডাতে আয়োজিত   এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এই হুমকি দেন।

এদিন প্রচার চালানোর পর  মধ্যরাতে ফ্লোরিডার সমাবেশে অংশ নেন ট্রাম্প। সমাবেশে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমের ভূমিকার সমালোচনাও করেন তিনি। এই সময় ফাউসিকে বরখাস্ত করার দাবি তুলে স্লোগানও দিতে থাকেন সমাবেশে যোগ দেওয়া সমর্থকেরা। ট্রাম্প এদিন বলেন, নির্বাচনের পর কয়েকটা দিন অপেক্ষা করেই আমি আপনাদের এই পরামর্শকে বাস্তবায়িত করবো।তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেন ‘ফাউসি একজন দারুন মানুষ সন্দেহ নেই, তবে তিনি অনেক ভুল করেছেন।’ তবে জানা গিয়েছে,  ফ্লোরিডার সমাবেশে অংশ নেওয়া অধিকাংশ সমর্থক মাস্ক ব্যবহার করেননি। করোনা মহামারির শুরুর দিকেই ট্রাম্প ও ফাউসির সম্পর্কের অবনতি হতে থাকে। অন্যদিকে,  ফাউসি করোনা মহামারি মোকাবিলা নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন।  ফাউসির এই মনোভাব জেনেই নির্বাচিত হয়েই তাঁকে বরখাস্ত করার হুমকি দিলেন ট্রাম্প।

Next Post

ভারতের সীমান্ত এলাকায় রেল লাইন তৈরি করছে চীন !

Tue Nov 3 , 2020
নিউজ ডেস্ক, ০৩ নভেম্বর :     ভারতের সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশের গা ঘেঁষে রেল লাইন তৈরির পরিকল্পনা নিল চীন। দক্ষিণ পশ্চিম চীনের ইয়ান প্রদেশের সঙ্গে অরুণাচল সীমান্তের কাছেই তিব্বতের লিনঝির সংযোগকারী সিচুয়ান-তিব্বত রেল প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এই রেলপথটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইয়ান থেকে শুরু হয়ে তিব্বতের […]

আপনার পছন্দের সংবাদ