হরিশ্চন্দ্রপুর, ১৫ জুলাই : শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কোটি টাকারও দূর্নীতির অভিযোগে সরব হল তৃণমূলেরই নেতা কর্মীরা।ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ পঞ্চায়েত এলাকার রাস্তা নির্মাণ থেকে শুরু করে হাইমাস্ট বাতি স্থাপন সবেতেই দূর্নীতি করে এসছে এই পঞ্চায়েত কতৃপক্ষ।
১০০ দিনের কাজ প্রকল্পে বেশ কয়েকটি রাস্তা নির্মাণের টেন্ডার করা হলেও তার মধ্যে বেশিরভাগ রাস্তার কাজ শুরু হয় নি। যেগুলি কাজ হয়েছে সেগুলিও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। পাশাপাশি হাইমাস্ট আলোগুলিও নিম্নমানের হওয়ায় অতিদ্রুত তা খারাপ হয়ে গিয়েছে।এই প্রকল্পগুলিতে পঞ্চায়েত কতৃপক্ষ প্রায় তিনকোটি টাকার দূর্নীতি করেছে বলে অভিযোগ তুলেছেন খোদ শাসকদলের নেতাকর্মীরাই। এই ঘটনায় হরিশচন্দ্রপুরের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রদীপ মহালদার ও কয়েকজন কর্মী। এমনকী জেলাশাসকের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা।এবিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের ভালুকা অঞ্চল সভাপতি প্রদীপ মহালদার বলেন, ভালুকা পঞ্চায়েত মারাত্মক আকারে দূর্নীতি হচ্ছে। পঞ্চায়েতের বিভিন্ন কাজে প্রায় ২ কোটি ৮৪ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের কর্মীরা সকলেই দুর্নীতিতে অভিযুক্ত। এজন্য বিডিওর পাশাপাশি জেলাশাসককে অভিযোগ জানানো হয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভালুকা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মজিবুর রহমান। পঞ্চায়েত ও তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্যই এরুপ ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও কল্লোল দাস জানিয়েছেন, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
আরও খবর পড়ুন : টীকা পেতে ভ্যাক্সিনেশন ক্যাম্পের বাইরেই রাত কাটালেন বাসিন্দারা