ইটাহার, ১৫ জুলাই : বেশ কয়েকদিন ধরে ঘুরেও মেলেনি ভ্যাক্সিন। অত:পর উপায় না পেয়ে রীতিমত ভ্যাক্সিন কেন্দ্রের বাইরে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন সাধারণ মানুষ। বুধবার রাতে এমনি চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রামীণ হাসপাতালের ভ্যাক্সিনেশন ক্যাম্পের বাইরে।
বাসিন্দারা জানান, বিগত কয়েকদিন ধরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছিল না টীকা। ভোর থেকেই প্রচুর মানুষ লাইনে দাঁড়ান। তাই তারা কোন উপায় না পেয়ে ক্যাম্পের বাইরে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নেন। সেই দরুন হাসপাতালের ভ্যাক্সিনেশন ক্যাম্পের বাইরে মশারী টাঙ্গিয়ে রাত কাটিয়ে এদিন ভ্যাক্সিন নেন তারা। এদিন প্রথমে ১২৫ জনকে ভ্যাক্সিন দেওয়ার নির্দেশ থাকলেও ভ্যাক্সিনের দীর্ঘ লাইনে দাঁড়ানো প্রায় পাঁচ শতাধিক মানুষকে পরবর্তীতে ব্লক স্বাস্থ্য দফতরের নির্দেশে ভ্যাক্সিন দেওয়া হয় বলে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়।
আরও খবর পড়ুন : প্রধানের বিরুদ্ধে অনাস্থা, যদিও বাঁধ সেধেছে দলেরই একাংশ