
হরিশ্চন্দ্রপুর, ১৫ জুলাই : নিম্নমানের সামগ্রী দিয়ে পঞ্চায়েত ভবন নির্মাণের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দে দ্বিতল পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে সম্প্রতি। কিন্তু শিডিউল না মেনেই নিম্নমানের সামগ্রী দিয়ে পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
এরজেরে এদিন নির্মাণ কাজবন্ধও করে দেন গ্রামবাসীরা। এবিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ মুদাসির জানান, ব্লিডিং নির্মাণের কাজে ইট থেকে সিমেন্ট পর্যন্ত পুরোটাই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। সিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। ঠিকাদারের কাছে সিডিউল দেখতে চাইলে নানা অজুহাত দিয়ে চলে যায়। পঞ্চায়েতের এনএস কে ফোন করে অভিযোগ জানালেও তিনি পাত্তা দেননি।এই ঘটনায় পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।যদিও নির্মাণকাজের দ্বায়িত্বপ্রাপ্তঠিকাদার গৌতম প্রামাণিক জানিয়েছেন। সিডিউল মেনেই পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে ইটগুলোকে ভালো দেখাচ্ছে না। এমনকী উন্নতমানের লোহার রড ব্যবহার করা হচ্ছে।গ্রামবাসীরা সিডিউল দেখতে চাইলে দেখতে পারেন বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান জৈবুন্নেসা বেগম।
