পঞ্চায়েতের কাজে কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে

হরিশ্চন্দ্রপুর, ৫ জুলাই : ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা।ঘটনায় চাঞ্চল্যহরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে।প্রায় ঘন্টা দুয়েক ধরে পঞ্চায়েতের সামনে দলের সদস্য ও কর্মীদের একাংশের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়।

বিভিন্ন কাজের জন্য প্রধান সদস্যদের কাছে কমিশন চাইছেন ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ হজরত আলি। কিন্তু তোলা না দেওয়ায় প্রভাব খাটিয়ে তিনি কাজ করতে দিচ্ছেন না। পঞ্চায়েতের প্রধান বা সদস্যরা কাটমানি না দেওয়ায় তিনি নানা ভাবে তাদের হেনস্থা করছেন, প্রধানকে সরানোর চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ সদস্য ও সমর্থকেরা। পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েত দলনেতা ষষ্ঠী দেব দাস বলেন, ব্লক সভাপতি বারবার বিভিন্ন কাজের জন্য টাকা চান।সদস্য এবং প্রধানকে নানাভাবে হেনস্থা করেন।তাই রাতের অন্ধকারে মোটা টাকার বিনিময়ে কারোর সঙ্গে আলোচনা না করে অঞ্চল সভাপতিকে পরিবর্তন করেছেন তিনি। দলকে সমস্ত অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে দলের বর্তমান অঞ্চলের চেয়ারম্যান আসলাম শেখ বলেন, ব্লক সভাপতি তার কাছে বিভিন্ন সময়ে টাকা চাইতেন। টাকা নেওয়ার জন্য অন্য দল থেকে আসা দুর্নীতিবাজ নেতৃত্বদের পদে বসিয়েছেন।এই ব্লক সভাপতিকে সরানোর আর্জি জানিয়েছেন তিনি।এবিষয়ে জেলা নেতৃত্বকে অভিযোগও জানিয়েছেন তারা।যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেনহরিশ্চন্দ্রপুর ২ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ হজরত আলী।যাদের স্বার্থে আঘাত লেগেছে তারাই হয়তো অভিযোগ করছে বলে দাবী করেছেন তিনি।এই প্রসঙ্গে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান জানিয়েছেন,ব্যাপারটি খতিয়ে দেখা হবে। দলের মধ্যে কোনরকম সমস্যা হলে আগে সেটা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেওয়া উচিত।দলের নিয়ম নীতি আছে সকলের মেনে চলা উচিত।

আরও খবর পড়ুন : বচসা জেরে ভাইপোর হাতে খুন হল কাকা

Next Post

প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এস বি আই

Tue Jul 6 , 2021
নিউজ ডেস্ক, ৬ জুলাই : করোনা অতিমারি পরিস্থিতিতে যখন কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ, তখন ৬ হাজারের অধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। মঙ্গলবার […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম