লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মোটরবাইক চালকের

রতুয়া, ৫ জুলাই : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটরবাইক চালকের। গুরুতর জখম হলো আরো দুজন। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত ভাদো পেট্রোল পাম্প সংলগ্ন রতুয়া চাচোল রাজ্য সড়কে। এঘটনায় গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বাইক চালকের নাম হাবিবুর রহমান। তার বাড়ি রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো অঞ্চলের বিহারী গ্রামে। রবিবার সন্ধ্যা নাগাদ রতুয়া-চাচোল রাজ্য সড়কে এক সাইকেল আরোহীর সাথে সংঘর্ষ হয় দুই মোটরবাইক আরোহীর। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ওই মোটরবাইকে থাকা দুজন। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী লরি ওই বাইক চালককে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে।

আরও খবর পড়ুন : তেল বোঝাই ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু নাবালকের। চাঞ্চল্য এলাকায়

Next Post

জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে

Mon Jul 5 , 2021
ইটাহার, ৫ জুলাই : জাতীয় সড়কে পথ দূর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হল ইটাহারে। সোমবার উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ইটাহার থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইটাহার বিডিও অফিসের সভাকক্ষে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার টোটো চালকদের নিয়ে এই শিবিরের আয়োজন […]

আপনার পছন্দের সংবাদ