আজ উত্তর দিনাজপুরের কোন কোন আকর্ষণীয় পুজো মণ্ডপের উদ্ধোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী? জেনে নিন

আজ উত্তর দিনাজপুরের কোন কোন আকর্ষণীয় পুজো মণ্ডপের উদ্ধোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী? জেনে নিন

নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর :     আজ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে উত্তর দিনাজপুরের সাতটি পুজো মণ্ডপের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাতটি পুজো কমিটির মধ্যে তিনটি রয়েছে রায়গঞ্জের, দুটো কালিয়াগঞ্জ এবং অপর দুটি ইসলামপুরের। স্বাভাবিকভাবেই করোনা আবহের মধ্যেও শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব।

করোনা অতিমারির জেরে এবছর বিশ্ব অর্থনীতিতে তীব্র মন্দার ছায়া নেমে এসেছে। যার কবল থেকে রেহাই পায়নি ভারতবর্ষও। ব্যবসা-বাণিজ্য তীব্র ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বস্বান্ত হয়েছেন সর্বস্তরের মানুষ। এই পরিস্থিতিতে দুর্গা পুজো হবে কিনা বা হলেও কেমন হবে তা নিয়ে যথেষ্ট কৌতুহল ছিল সাধারণ মানুষের মধ্যে। অবশেষে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি লিপিবদ্ধ পুজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণ করেন তিনি। পুলিশ প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই সেই অর্থ তুলে দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। বুধবার বিকেলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল মাধ্যমে উত্তর দিনাজপুরের আকর্ষণীয় ও নজরকাড়া সাতটি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজো মণ্ডপ গুলি হল রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব, অমর সুব্রত, রবীন্দ্র ইনস্টিটিউশন, কালিয়াগঞ্জের শেঠকলোনীর ঐক্যসম্মেলনী ক্লাব, দক্ষিণ আখানগরের ইয়ং এথলেটিক ক্লাব, ইসলামপুরের আদর্শ সংঘ ও কমলা মেমোরিয়াল ক্লাব। এদিন শুধু উত্তর দিনাজপুরই নয়, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু পুজো মণ্ডপের উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বেশকিছু পুজো মণ্ডপের উদ্ধোধন হবে তাঁর হাত দিয়েই৷

Next Post

ফের ধর্ষণকান্ডে নাম উঠে এলো হাথরসের, শিকার চার বছরের শিশু

Wed Oct 14 , 2020
নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর :   বদলায় নি উত্তরপ্রদেশ। যেখানে তরুণী গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব গোটা দেশ সেখানে ফের ধর্ষণ কান্ড বাতলে দিল বদল হয় কোনোকিছুরই। ঘটনাস্থল সেই পুরোনো হাথরস। এবারে নির্যাতনের শিকার চার বছরের এক শিশু। উত্তরপ্রদেশের হাথরসের সাসনি এলাকায় চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো তারই […]

আপনার পছন্দের সংবাদ