নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৩ অক্টোবর : উত্তর দিনাজপুর জেলা কৃষি উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ও ইটাহার ব্লক কৃষি দফতরের সহযোগিতায় বিকল্প চাষ এবং কৃষকদের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে ফলের চারা বিতরণ করা হল ইটাহারে।
মঙ্গলবার ইটাহারের শ্রীপুর এলাকায় ব্লক কৃষি দপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের ও বিভিন্ন ফার্মার্স ক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন ধরনের ফলের চারা গাছ তুলে দেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি সমবায় কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার থেকে জেলা জুড়ে বিকল্প চাষ ও কৃষকদের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে বাগান করার মাধ্যমে বিভিন্ন উন্নত মানের ফলের চারা বিতরণ করা শুরু হলো উত্তর দিনাজপুর জেলা কৃষি উদ্যানপালন দপ্তরের উদ্যোগে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার ইটাহার ব্লক কৃষি দপ্তরে কৃষক সহ বিভিন্ন ফার্মার্স ক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেওয়া হয়। আগামী দিনে জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচী পালন করা হবে। এদিনের কর্মসূচীতে মোশারফবাবু ছাড়াও জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক সুফল মন্ডল, ব্লক কৃষি অধিকারিক ডেনিশ রায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জানকি রায়, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হাফেজা খাতুন সহ কৃষি দফতরের অন্যান্য আধিকারিকগন উপস্থিত ছিলেন।