নিজস্ব সংবাদদাতা , করনদিঘী , ১৪ অক্টোবর : পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। বুধবার ঘটনাটি ঘটেছে করনদিঘী থানার টুঙ্গিদিঘী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ওই শ্রমিকের নাম লক্ষন পাসওয়ান ( ৪৮)। তার বাড়ি করনদিঘী থানার সাদিপুর গ্রামে। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক লড়িটিকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, স্থানীয় সাদিপুর গ্রামের বাসিন্দা লক্ষন পাসওয়ান কাজের উদ্দেশ্যে এদিন টুঙ্গিদিঘী বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন। সেই সময় জাতীয় সড়কে ফোরলেন তৈরির কাজ চলছিল। লক্ষন পাসওয়ান রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রায়গঞ্জ থেকে শিলিগুড়ি অভিমুখের একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় রাস্তায় পরে যায় সে। তড়িঘড়ি করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনা জানাজানি হতেই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। তারা ক্ষিপ্ত হয়ে টুঙ্গিদিঘী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এই জায়গায় পথ র্দুঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। প্রশাসনকে বারংবার জানানো পরেও কোন কাজ হয়নি পাশাপাশি লক্ষন পাসওয়ানের ক্ষতিপূরনের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করনদিঘী থানার পুলিশ। পুলিশের আশ্বাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক লড়িটিকে আটক করেছে পুলিশ। যদিও লরির চালক ও খালাসি পলাতক।