নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : সামনে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে কুর্সির দখল নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। অন্যদিকে বিধায়ক পদে এখনও রইলেও শুক্রবার মন্ত্রীত্ব ত্যাগ করেছেন প্রভাবশালী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে শুক্রবারই দিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামী। স্বাভাবিকভাবেই সরগরম রাজ্য রাজনীতি।
তবে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান কী হবে তা এখনও স্পষ্ট নয়৷ এই পরিস্থিতিতে জল মাপতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। কারণ শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। উত্তরদিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সেই সুবাদেই তৃণমূলের সংগঠন শক্তিশালী হয় ওইসব জেলা গুলিতে। কিন্তু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর শুভেন্দু অধিকারী এখন তৃণমূলে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও এনিয়ে বিভিন্ন জেলায় তার অনুগামীরা জল মাপতে শুরু করেছেন৷ আগামীতে জল কোন দিকে গড়ায় সেদিকে লক্ষ্য রেখেই তারা হয়ত পা বাড়াবেন বলে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ এদিন ক্যামাকস্ট্রিটে মালদা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছাড়া মালদা জেলার অধিকাংশ তৃণমূল নেতৃত্ব অনুপস্থিত ছিলেন। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়ে রাজনৈতিক মহলে।