নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : বিশ্বের প্রাচীনতম হোটেল হিসেবে ২০১১ সালে স্থান মিলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। প্রাচীনতম অথচ সক্রিয় এই হোটেলের নাম নিশিয়ামা ওনসেন কেইয়ুনকান। জাপানের ফুজিয়ামা পর্বতের কাছে ৭০৫ খ্রিস্টাব্দে এই হোটেলটির গোড়াপত্তন হয়েছিল ফুজিওয়ারা মাহিতোর হাতে।
প্রতিষ্ঠা হওয়ার পরে মাহিতো বংশের উত্তরাধীকারিরা এই হোটেলের কর্ণধার হয়ে থেকেছেন। একই পরিবারের ৫২টি প্রজন্ম পর্যায়ক্রমে দায়িত্বভার সামলেছে এই হোটেলটির।সামুরাই যোদ্ধা, প্রখ্যাত রাজনীতিক-সহ বিভিন্ন ক্ষেত্রের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব প্রাচীন কাল থেকে এই হোটেলে বাস করেছেন।প্রাচীন জাপানি ঐতিহ্য অনুযায়ী সাজসজ্জা করা হয়েছে এই হোটেলের। যদিও সময়ের দাবী মেনে বেশ কিছু পরিবর্তন সাধন করা হয়েছে হোটেলের অন্দরসজ্জার ক্ষেত্রে। তবে প্রাচীন এই হোটেলের মূল আকর্ষণ হল হট স্প্রিং বাথ’বা উষ্ণ প্রস্রবণে স্নান। বেশ কিছু বছর আগে প্রযুক্তিগত পরিবর্তন সাধন করে হোটেলের সব ঘরে হট স্প্রিং বাথের সুবিধে পৌছে দেওয়া হয়েছে।তবে এই হোটেলের আরো একটি আকর্ষন রয়েছে তা হল মুন ভিউয়িং প্ল্যাটফর্ম। যেখান থেকে চাঁদের এক অন্য সৌন্দর্য ধরা পড়ে। তবে জাপানি সাজসজ্জার পাশাপাশি পুরনো জাপানি খাওয়ার পাওয়া যায় এই হোটেলে। তবে ঐতিহ্যশালী এই হোটেলে থাকতে খুব বেশি খরচা করতে হবে না আপনাকে। ভারতীয় মুদ্রায় মাত্র ৩৫হাজার টাকা।