নিউজ ডেস্ক , ০৪ ডিসেম্বর : মাত্র ১মাস আগেই জন্মেছে সে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের হিসেবে তার বয়স প্রায় ২৭বছর। অবাক হচ্ছেন? অবাক করা এমন ঘটনাটি ঘটেছে আমেরিকার টেনিসির নক্সভিলে। সম্প্রতি নক্সভিলে জন্ম নিয়েছে এই কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছে মিলি। তবে এটিতো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অবাক করা কান্ড এখানেই যে।
যে ভ্রুণ থেকে মলির জন্ম হয়েছে সেটি ২৭ বছর আগে সংরক্ষণ করা হয়েছিল। তবে এটি প্রথম নয়,তিন বছর আগে তার দিদি এমার জন্ম হয়েছিল যে ভ্রূণ থেকে সেটিও ২৪ বছরের পুরনো।আমেরিকার নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। নক্সভিলের বাসিন্দা টিনা এবং বেন গিবসন যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে। এই বছর ফেব্রুয়ারিতে টিনা সেই সংরক্ষিত ভ্রুণ থেকে গর্ভবতী হন। মাস খানেক আগে ওই ভ্রুণ থেকে জন্ম দেন কন্যা সন্তানের।একইভাবে বছর তিনেক আগেও এই ভাবে মা হয়েছিলেন টিনা।২০১৭ সালে নভেম্বর মাসে জন্ম নেয় এমা। তবে এমা এবং মলির ভ্রুণ সমসাময়িক। এমার ভ্রূণও সমসাময়িক সময়ে সংরক্ষিত করা হয়েছিল।তবে নতুন রেকর্ডের দিকে অবশ্য বিশেষ কোন খেয়াল নেই মলির মা টিনা এবং বাবা বেন গিবসনের। তাঁরা পরিবারে নতুন অতিথিকে পেয়েই আনন্দিত।