নিজস্ব প্রতিবেদন : উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বদলী করা হলো প্রায় একবছরের মাথায়। রবীন্দ্রনাথ নাথ প্রধান, মানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পাঠানো হয়েছে রামপুরহাট এ।
নতুন সি ও এম এইচ হিসাবে যোগ দেওয়ার কথা রয়েছে কার্তিক চন্দ্র মন্ডলের। প্রশাসনিক সূত্রে খবর কোভিড মোকাবিলায় জেলায় আশানুরুপ কাজ করতে পারেন নি তিনি। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা যখন দিনরাত এক করে কাজ করছিলেন কোভিড মোকাবিলায় তখন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের গ্রহন যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিলো।
জেলার বিভিন্ন এলাকার স্বাস্থ্যকর্মী, চিকিৎসক দের মধ্যেও স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরী হয়েছিলো। এসব কারনেই তাকে সরানো হলো কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বাস্থ্য দপ্তরের দাবী এটা নিছক রুটিন বদলী। কিন্তু জেলায় যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন স্বাস্থ আধিকারিকের বদলীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।