নিউজ ডেস্ক : সোমবার ঝটিকা সফরে রায়গঞ্জে এসেছিলেন আই এন টি টি ইউ সি -র রাজ্য সভাপতি তথা সাংসদ দোলা সেন।উত্তরবঙ্গের চারটি জেলায় সাংগঠনিক সভা সেরে ফেরার পথে দোলা দেবী আচমকাই চলে আসেন রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে অবস্থিত আই এন টি টি ইউ সির জেলা কার্যালয়ে।
সেখানে সংগঠনের জেলা সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অরিন্দম সরকার এর সাথে ঘরোয়া বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।। এদিনের কর্মসূচী তে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অনুপ কর, রায়গঞ্জ ব্লক তৃণমূল সভাপতি মানস ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। দোলা দেবী বলেন কোভিড পরিস্থিতিতে বড় সভা করা সম্ভব নয়। তাই জেলায় জেলায় ঘুরে জেলা নেতৃত্ব র সঙ্গে বৈঠক করছি। সুবিধা,অসুবিধার কথা শুনছি। তৃণমূল সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায় রাস্তায় নেমে কোভিড নিয়ন্ত্রনে কাজ করছেন। সকলে স্বাস্থবিধি মেনে চলুন, প্রশাসনকে সহযোগিতা করুন।