করোনা আবহে পুজোর আনন্দে মাতল দক্ষিণ দিনাজপুরের মানুষ

করোনা আবহে পুজোর আনন্দে মাতল দক্ষিণ দিনাজপুরের মানুষ

নিজস্ব সংবাদদাতা,  দক্ষিণ দিনাজপুর, ২৪ অক্টোবর : করোনা ভীতিকে দূরে সরিয়ে শারদোৎসবে মেতে উঠেছে দক্ষিণ দিনাজপুরের জেলার সাধারণ মানুষ। অন্যান্যবারের তুলনায় এবারে পুজো মণ্ডপ গুলিতে ভিড় কম হলেও শনিবার মহাষ্টমীর রাতে বালুরঘাট, হিলির আকর্ষণীয় পুজো মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

প্রতিবছরের মতো এবারেও নজরকাড়া পুজোর আয়োজন করেছে বালুরঘাটের অভিযাত্রী ক্লাব। এবারে ৫৫ তম বর্ষে পা দিয়েছে এই পুজো। তবে করোনার কারণে অন্যান্যবারের তুলনায় কিছুটা হলেও জৌলুসহীন, ক্লাবের মাঠে খোলামেলা পরিবেশে মন্ডপ হয়েছে। এই মণ্ডপে বিভিন্ন দেব দেবীর প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। প্লাইউড এর উপর কারুকাজ করা মন্ডপ। মান্যতা দেয়া হয়েছে আদালতের নির্দেশে । অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের হিলির ভারত-বাংলাদেশ সীমান্তে হিলি বিপ্লবী সংঘের এবছর ৫২ তম বর্ষের পুজো। জেলার বিগ বাজেটের পুজো হলেও এবছর করোনা আবহে পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে। কাল্পনিক মন্দিরের আদলে মন্ডপ। মণ্ডপে প্রবেশের পথে আলোক সজ্জা তরোণ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ। অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলির যজ্ঞতলা ক্লাবের এবারের পুজো ৭৩ বছরে পা দিল। হিলির পূজা দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটা মানুষের কাছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। কিন্তু এবারে পরিস্থিতিতে সব পূজার মত প্রভাব পড়েছে যজ্ঞতলার পূজাতে। ছোট্ট মন্ডপ যেখানে করণাসুরকে বধ করছেন দেবী। সেই বিষয় ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। মাদুর কাঠি উপর কাজ করা হয়েছে ,সঙ্গে রয়েছে সুদৃশ্য সুতোর কাজ।

Next Post

রক্তদান শিবিরের মাধ্যমে প্রয়াত বাম নেতাকে স্মরণ ডালখোলায়

Sat Oct 24 , 2020
নিজস্ব সংবাদদাতা , ডালখোলা, ২৪ অক্টোবর :  প্রয়াত রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা সুব্রত মুখার্জির স্মরণে প্রয়াণ দিবস উপলক্ষে ডালখোলা এরিয়া কমিটির পক্ষ থেকে শনিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন ডালখোলার দাদিধাম ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করে সিপিআইএম নেতৃত্ব। এই রক্তদান শিবিরের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন […]

আপনার পছন্দের সংবাদ