নিজস্ব সংবাদদাতা ,বালুরঘাট , ২৩ অক্টোবর : করোনা আবহের মধ্যেও শারদোৎসবে মেতে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ। প্রতিবছরের মতো এবারেও পুজোর আয়োজন করেছে বালুরঘাটের বেশকয়েকটি বিগ বাজেটের পুজো কমিটি। তবে করোনার কারণে বাজেটে পড়েছে কোপ। তা সত্ত্বেও নজরকাড়া পুজো ঘিরে জমে উঠেছে বালুরঘাটের বিভিন্ন পুজো মণ্ডপ।
বালুরঘাটের নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগারের পুজো এবছর ৬৭ তম বর্ষে পা দিয়েছে। থিম- রয়েছে পরীদের দেশ। পুরোটাই কাপড়ের মন্ডপ। কাপড়ের ফুল, থার্মোকল দিয়ে সাজানো হয়েছে। এই পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে বালুরঘাটের উত্তমাশা ক্লাবের শারদোৎসব এবছর ৫৯ তম বর্ষে পড়ল। এবারের থিম- মহামারি করোনার মোকাবিলায় সচেতনতার বার্তা। মারণ ভাইরাস করোনার হাত থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে সেই সচেতনতা বার্তা তুলে ধরা হয়েছে পুজোতে। চিরাচরিত মহিষাসুর নয়, এবারে দেবী দুর্গা করোনাসুরকে বধ করছেন। তৈরি করা হয়েছে জয় দুর্গা কোভিড হাসপাতালও। কার্তিক, গণেশ ডাক্তার, সরস্বতী নার্স, লক্ষ্মী আশা কর্মী । উদ্যোক্তারা জানান, করোনা সচেতনতা নিয়ে আমাদের পুজোর পাশাপাশি করোনা রুখতে আদালতের নির্দেশের মান্যতা দেওয়া হয়েছে। সবমিলিয়ে এবারের এই পুজো সাড়া ফেলেছে জনগণের মধ্যে।

অপরদিকে বালুরঘাটের সংকেত ক্লাব তাদের ৪৮ তম বর্ষে থিম হিসেবে বেছে নিয়েছে পুরুলিয়ার ছৌ শিল্প। ছৌ নাচের যে ধরনের মুখোশ ব্যবহার করা হয় সেই ধরনের মুখোশ দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। পুজো মণ্ডপের পাশাপাশি ছৌ শিল্প ও বাঁকুড়ার হস্তশিল্পের স্টল রয়েছে পুজো প্রাঙ্গণে। উদ্যোক্তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে করোনা সচেতনতায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
