নিজস্ব সংবাদদাতা , বুনিয়াদপুর , ০৪ নভেম্বর : চোর অপবাদ দিয়ে এক মুক ও বধির যুবতীকে খুঁটির সঙ্গে বেঁধে ব্যাপক মারধরের অভিযোগ উঠলো প্রতিবেশি এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে৷ খুঁটিতে বেঁধে ওই মুক বধির যুবতীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷
বুধবার ওই যুবতীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। জানা গেছে, কয়েকদিন আগে গহনা চুরির ঘটনা ঘটে এলাকার একটি বাড়িতে। কিন্তু স্রেফ সন্দেহের বশে তাঁকে মধ্যযুগীয় বর্বরতায় মারধর করা হয়৷ একজন মুক বধির তরুণীকে এভাবে মারধর করাটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সন্দেহের বশে কিংবা অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে রেখে বেধড়ক মারধর করার ঘটনা অনেকেই মেনে নিতে পারছেন না৷ এই ঘটনায় প্রতিবেশী যে পরিবার জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। তাদের বক্তব্য ওই মুক বধির তরুণীকে চোর অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, তাকে রীতিমত শারীরিক ভাবে হেনস্থাও করা হয়েছে৷ তাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করুক পুলিশ প্রশাসন৷ এদিকে এঘটনায় আক্রান্ত মুক বধির পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।