নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর : এই অতিমারির সময়টা মোটেও ভাল যাচ্ছে না কংগ্রেসের। পরপর কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব চলে যাচ্ছেন। বুধবার ভোরে প্রয়াত হন বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। রাজ্যসভার সদস্য এই কংগ্রেস নেতার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাহুল গান্ধী সকলেই।
উল্লেখ্য দু’দিন আগেই প্রয়াত হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ। তাঁর মৃত্যুর শোকের আবহের মধ্যেই এবার চলে গেলেন আহমেদ প্যাটেলও। স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ কংগ্রেস শিবির। বুধবার টুইটে বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে ফয়জল প্যাটেল (Faisal Patel) জানান, “প্রায় একমাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন আহমেদ প্যাটেল। তারপর থেকে তাঁর শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছিল। ক্রমশ শরীর খারাপ হয়ে যাচ্ছিল তাঁর। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় বর্ষীয়ান ওই নেতার। আপনাদের সকলের কাছে অনুরোধ কোভিড বিধি মেনে জমায়েত করবেন না।” এছাড়াও সবসময় শারীরিক দূরত্ববিধি মেনে চলার কথাও টুইটে উল্লেখ করেছেন তিনি।
@ahmedpatel pic.twitter.com/7bboZbQ2A6
— Faisal Ahmed Patel (@mfaisalpatel) November 24, 2020