নিউজ ডেস্ক , ২৬ নভেম্বর : আজ মুম্বই হামলার ১২ বছর পূর্তি ৷ ভয়াবহ সেই সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিল উত্তর দিনাজপুরের ডালখোলার এক যুবকও। সন্ত্রাসবাদী আজমল কাসভের ফাঁসি হলেও পড়শি দেশে ঘাঁটি গেড়ে থাকা প্রকৃত অপরাধীরা আজও সাজা পায় নি।
বহাল তবিয়তেই রয়েছে তারা৷ সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর ওই দেশে আজও লালিত পালিত হচ্ছে তারা৷ বানিজ্য নগরী মুম্বইয়ে কী হয়েছিল সেদিন? মুম্বইয়ে পা রেখে ২৬ নভেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ প্রথমে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনে হামলা চালায় ইসমাইল খান ও আজমল কাসভ। তার পর একে একে কামা হাসপাতাল, লিওপল্ড ক্যাফে,তাজ হোটেল এবং ওবেরয রিসর্টের সদর দফতর এবং নারিমান হাউসে হামলা চালানো হয়। দীর্ঘ ৬০ ঘণ্টা গুলি বিনিময়ের পর জঙ্গিদের নিকেশ করতে সক্ষম হয় পুলিশ। আজমল কাসভ ছাড়া সকলেরই মৃত্যু হয়। ২৭তারিখ ভোরেই আহত অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। ৩০ নভেম্বর জেরায় অপরাধ কবুল করে সে। ২০০৮ সালে ভয়াবহ এই মুম্বই হামলায় মৃত্যু হয়েছিল ১৭০ জনের। ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয় ৯ জন সন্ত্রাসবাদীর। ২০১২ সালের ২১ নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়।