পথ হারানো তিন চিন নাগরিককে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়ে মানবিকতার পরিচয় দিল ভারতীয় সেনা

নিউজ ডেস্ক, ৫ সেপ্টেম্বর : লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর পর থেকেই ভারত-চিনের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে৷ দেশের রাষ্ট্রনেতাদের কূটনৈতিক কৌশলে চিন চিত হলেও ক্রমশঃ আগ্রাসন ও হুমকি দিয়ে আসছে ভারতকে। এই পরিস্থিতিতে চিনের তিন নাগরিককে উদ্ধার করে সেদেশে ফেরত পাঠিয়ে মানবিকতার পরিচয় দিল ভারতের বাহাদুর সেনা জওয়ানরা।

জানা গেছে ঘুরতে ঘুরতে অজান্তেই উত্তর সিকিমের মালভূমি এলাকাতে পথ হারিয়ে ফেলেছিল তিন চিনা নাগরিক। সেখানে কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানরা তাঁদের দেখতে পেয়ে অক্সিজেন, খাবার ও গরম পোশাক তুলে দেন। পাশাপাশি তিন চিনা নাগরিককে দেশে ফেরত পাঠানোরও ব্যবস্থা করে দেন ভারতীয় জওয়ানেরা৷ নিজের দেশে পৌঁছে ভারত ও ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিনের নাগরিকরা।

এনিয়ে ভারতীয় সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চিনের তিন নাগরিকের মধ্যে একজন মহিলা ও দু’জন পুরুষ ছিলেন। হিমাঙ্কের নীচে হাড় কাঁপানো তাপমাত্রায় তাঁদের জীবনের ঝুঁকি রয়েছে দেখে ভারতীয় সেনা এগিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। চিনের নাগরিকদের অক্সিজেন দেওয়া সহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাঁদের খাবার ও গরম পোশাক দেওয়া হয়। সেনা জওয়ানদের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে দেশের সাধারণ মানুষ।

Next Post

সুশান্ত সিং রাজপুতের বাড়ির কর্মী দিপেশ সাওয়ান্ত কে গ্রেপ্তার করলো এনসিবি

Sat Sep 5 , 2020
নিউজ ডেস্ক, ৫ সেপ্টেম্বর : সুশান্ত সিং রাজপুতের বাড়ির কর্মী দিপেশ সাওয়ান্তকেও গ্রেপ্তার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর আগে শুক্রবারই এনসিবি মাদক কারবারে জড়িত থাকায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক এবং সুশান্তের বাড়ির আরও এক কর্মী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করেছিল। আগামীকালই দীপেশ সাওয়ান্তকে আদালতে হাজির করা হবে। সুশান্তের বাড়িতে কর্মরত […]

আপনার পছন্দের সংবাদ