নিতাই সাহা, ৬ সেপ্টেম্বরঃ দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ পার করল গোটা দেশে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ৷ মৃত্যু হয়েছে ১ হাজারের অধিক করোনা আক্রান্তের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে করোনা সংক্রান্ত খবরের এই আপডেট দেওয়া হয়েছে।
কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ প্রতিদিন বহু মানুষ গোটা দেশজুড়ে আক্রান্ত হচ্ছেন৷ পাশাপাশি মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়৷ করোনা সংক্রমণ রোধে প্রতিদিন দেশের সাধারণ মানুষকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নানা সচেতনতামূলক পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানানো হয় কিন্তু তা সত্বেও গোটা দেশেই হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। রবিবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ অধিক। গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬৩৩ জন৷ স্বাভাবিকভাবেই মারণ ভাইরাস করোনার এই দাপট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ১৩ হাজার ৪১২ জন। আক্রান্তের পাশাপাশি করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৬ জন। সমগ্র দেশের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ৬২৬ জন।