ডিজিটাল ডেস্ক : বাণিজ্যিক স্বার্থেই কাশ্মীর প্রসঙ্গে অন্যান্য দেশ নিশ্চুপ বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি যে ক্রিকেটের মতো রাজনীতিটা বোঝেন না, তা বার বার প্রমান করছেন তিনি।পাশাপাশি, মিথ্যাকে আশ্রয় করে যা খুশি বলছেন বলেছেন পাকিস্তানের দেশবাসীকে উস্কানি দিতে। তিনি বলছেন,ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু এবং কাশ্মীরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে অনেক দেশই সাড়া দিচ্ছে না। যা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা।
তার আরও বক্তব্য, দেশগুলো তাদের বাণিজ্যিক স্বার্থের জন্য চিন্তিত।সম্প্রতি সংবাদ সংস্থা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অবান্তর কথা বলেন পাক এই প্রধানমন্ত্রী।
কাশ্মীর নিয়ে ইমরান খান আরও বলেছেন, তিনি আশা করছেন পাকিস্তান ও ভারত এই বিরোধ সমাধান করতে পারবে।
ইমরান আরও বলেন, আমরা প্রতিটি দরজায় কড়া নেড়েছি এবং তা করতেই থাকব। আমি জাতিসংঘে কথা বলেছি এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলেছি।
এছাড়া সাক্ষাৎকারটিতে মূর্খের মত ইমরান খান বলেন, চীনের উন্নয়নের হার বিশ্বের যেকোন দেশের তুলনায় অনেক বেশি। এবং পাকিস্তান তা থেকে লাভবান হতে পারে।
পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ চীনের সঙ্গে সম্পর্ক যুক্ত এবং চীনের সঙ্গে ইসলামাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যেকোন সময়ের তুলনায় অনেক ভাল হয়েছে।ইমরানের এইসব মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে রাজনীতিবিদরা রীতিমতো হাসি শুরু করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর কূটনৈতিক অজ্ঞতা দেখে।