নিউজ ডেস্ক : চিনের সঙ্গে সীমান্তে তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সীমান্তসুরক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। ইতিমধ্যে ইজরায়েল থেকে দু’টি ফ্যালকন ‘এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (অ্যাওয়াকস) কেনার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এক্ষেত্রে অনুমোদন দিতে কেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ করা হচ্ছে। সূত্রের খবর, তেল আভিভের কাছ থেকে আরও দু’টি ফ্যালকন কেনা হতে পারে।এজন্য খরচা হবে ৭ হাজার তিনশো কোটিরও বেশি টাকা।
যদিও ভারতীয় বিমানবাহিনীর হাতে বর্তমানে তিনটি ফ্যালকন অ্যাওয়াকস রয়েছে। শত্রুপক্ষের বিমান, ক্ষেপণাস্ত্র এবং সীমান্তে অপর পক্ষের বাহিনীর উপর নজরদারি চালাতে পারদর্শী অ্যাওয়াকস। সংখ্যার হিসেবে ভারতের থেকে চিনের কাছে বেশি রয়েছে ওই সিস্টেম। তবে লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সঙ্ঘাতের পর আকাশে নজরদারি বাড়ানোর লক্ষ্যে আরও দু’টি ফ্যালকন কেনার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে নয়াদিল্লি। সেই সিদ্ধান্তে দ্রুত সিলমোহর দেওয়া হতে পারে বলেই সূত্রে খবর।
নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির পরবর্তী বৈঠকেই ওই প্রস্তাব আলোচনার জন্য তোলা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
ইজরায়েলের থেকে ওই সিস্টেম হাতে এলে বায়ুসেনার শক্তি আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : এক দেশ এক ভোটের লক্ষ্যে উদ্যোগী কেন্দ্র