নিজস্ব সংবাদদাতা , মালদা , ২১ ডিসেম্বর : রবিবার সন্ধ্যায় সুচনা হল উত্তর মালদা প্রেস ক্লাবের। এদিন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শরতচন্দ্র রায়চৌধুরী মুক্তমঞ্চে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, রাজ্য সভার সাংসদ মৌসম নুর, চাঁচল ও মালতীপুরের আসিফ মেহবুব,উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু,রাজ্য সভার সাংসদ মৌসম নুর, চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, মালতীপুরের বিধায়ক আলবেরুনী জুলকারনাইন, মহকুমাশাসক সঞ্জয় পাল, মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, কনফেডারেশন অব নর্থ বেঙ্গল এন্ড সিকিম জার্নালিস্টস এর সভাপতি অলিপ মিত্র সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পাশাপাশি করোনাযুদ্ধে সামনের সারিতে থেকে সহায়তাকারী পুলিশ, প্রশাসনিক কর্তা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ছাড়াও রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদেরকে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে। উল্লেখ্য চাঁচল মহকুমায় এতদিন রেজিস্টার্ড কোনও প্রেস ক্লাব ছিল না। সাংবাদিকদের এক ছাদের তলায় নিয়ে আসতেই গড়ে তোলা হয়েছে উত্তর মালদহ প্রেস ক্লাব। যদিও প্রেস ক্লাবের এখনও নিজস্ব কোনও ভবন নেই। আপাতত ভাড়া বাড়ি থেকেই সংস্থার কাজকর্ম চালানো হবে বলে জানিয়েছেন উত্তর মালদা প্রেস ক্লাবের সম্পাদক বাপী মজুমদার। এবিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাদের কাছ প্রেস ক্লাবের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয় এদিনের অনুষ্ঠানে। প্রেস ক্লাব গঠিত হওয়ায় খুশী মহকুমার সাংবাদিকরা।