নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২০ ডিসেম্বর : স্কুল মাঠ দখল করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী। এমনকী গজিয়ে উঠেছে অস্থায়ী গাড়িস্ট্যান্ডও।ফলে ক্ষোভ জমছিল এলাকাবাসীদের মধ্যে। এরপরেই চাঁচলের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের মাঠ দখলমুক্ত করতে উদ্যোগী হল মহকুমা ও ব্লক প্রশাসন।
রবিবার চাচলের বিডিও সমিরন ভট্টাচার্য ও সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক কে সাথে নিয়ে মহকুমাশাসক সঞ্জয় পাল মাঠ খালি করার নির্দেশ দেন নির্মাণকারী সংস্থাদের। উল্লেখ্য স্কুল মাঠের একাংশ দখল করে রাখা হয়েছিল বালি, পাথর সহ নানান নির্মাণসামগ্রী। একপাশে গড়ে উঠেছে অস্থায়ী টোটো-ভুটভুটি স্ট্যান্ডও।স্কুলের তরফে বার বার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছিল স্থানীয়দের মধ্যে।এরপরে সংবাদমাধ্যমে সম্প্রচারিত খবরের জেরে নড়েচড়ে বসে চাঁচোল মহকুমা প্রশাসন।মাঠ দখলমুক্ত করার জন্য ঠিকাদার সংস্থাকে নির্দেশ দেন তিনি। সেইমত রবিবার মাঠ পরিষ্কার করেন নির্মানকারী সংস্থার কর্মীরা। এদিন মাঠ পরিদর্শনে আসেন মহকুমাশাসক ও অন্যান্যরা। পাশাপাশি পার্শ্ববর্তী একটি জলাশয়ও পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, এই স্কুল মাঠ ও জলাশয়টি চাঁচলের সম্পদ।এদিন ব্লক, পঞ্চায়েত ও স্কুলপড়ুয়াদের সহায়তায় জলাশয় ও মাঠটি পরিষ্কার করা হয়। পাশাপাশি মাঠ থেকে নির্মাণসামগ্রী সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি সংস্থাকে। অন্যদিকে এবিষয়ে এলাকার শিক্ষক দীপক চ্যাটার্জী বলেন, বহুদিন ধরেই এই মাঠ দখলমুক্ত করার দাবী জানিয়ে আসা হচ্ছিলো। অবশেষে প্রশাসনের উদ্যোগে সেই সমস্যার সমাধান হয়েছে।এই ঘটনায় খুশী প্রাতঃভ্রমণকারী ও ক্রীড়াবিদদের পাশাপাশি এলাকাবাসীরা।