স্লো ইন্টারনেট, একসাথে ৪২ জন খাবার ডেলিভারি বয় হাজির বাড়ীর সামনে !

নিউজ ডেস্ক , ০৪ ডিসেম্বর : স্লো ইন্টারনেটের কারণে মাথায় হাত বৃদ্ধার। ঘটনা ফিলিপিন্সের সেবু শহরে। বাড়ীতে মা নেই তাই সেবু শহরের বাসিন্দা, সাত বছরের এক ছোট্ট মেয়েটি তার ঠাকুমার সাথে বেশ মজাতেই দিনটি কাটাচ্ছিল। রান্নাবান্নার ঝামেলা করতে চাননি ঠাকুমা। তাই ভেবেছিলেন কিছু খাবার কিনে নেবেন। সেই মতো বছরের সাতেকের নাতনিকে খাবার অর্ডার দিতে বলেন ওই বৃদ্ধা।

সেই মতো ওই খুদে তার ঠাকুমা এবং নিজের জন্য দুবাক্স ফ্রায়েড চিকেন ফিলে এবং ভাতের জন্য একটি অনলাইন খাবার ডেলিভারি কোম্পানিতে অর্ডার দিয়েছিল। ইন্টারনেট স্লো থাকার কারণে ওই বালিকা বেশ ঝামেলার পর খাবারের অর্ডার দিতে সক্ষম হয় ফুড পান্ডা নামে জনপ্রিয় অনলাইন খাবার কোম্পানিতে। আর অ্যাপের এই প্রযুক্তিগত ত্রুটির ফলে একই খাবারের পার্সেল হাতে একই বাড়িতে পৌঁছে যায় ৪২ জন ডেলিভারি বয়। তবে এই কাণ্ড দেখে নিজেই ঘাবড়ে যায় ওই একরত্তি শিশু। একে তো প্রয়োজনের তুলনায় এসেছে অতিরিক্ত খাবার, তার উপর বিলও হয়েছে প্রচুর। যেখানে বিল হওয়ার কথা ছিল ফিলিপিন্সের মুদ্রায় মাত্র ১৮৯ পিএইচপি, সেখানে তা গিয়ে দাঁড়ায় ৭৯৪৫ পিএইতপি–তে। তবে অতিরিক্ত এই খাবার কি করবেন তা নিয়ে কার্যত নাজেহাল হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা। তবে শেষমেষ ওই শিশু ও তার ঠাকুমাকে সাহায্য করতে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তাঁরাই অতিরিক্ত খাবারের প্যাকেটগুলি কিনে নেন।

Next Post

কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গ্রেফতার ৪

Fri Dec 4 , 2020
নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৪ ডিসেম্বর : গোপন সূত্রে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করলো ডালখোলা থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আগাম খবরের ভিত্তিতে ডালখোলা থানার পুলিশ রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাতনৌর এলাকায় হজা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম