
মানিকচক, ১৫ সেপ্টেম্বর : ফাইলেরিয়া রোগ নির্ণয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবং মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করা হল বুধবার। এদিন মানিকচকের এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে এলাকার প্রায় ২১০ জন শিশুর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পাশাপাশি শিশুদের সংস্কৃতিচর্চার বিকাশে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রত্যেক শিশুর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেম নারায়ন ঝাঁ সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে ফাইলেরিয়া রোগ নির্ণয় পরীক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হল বুধবার। মানিকচকের প্রায় ২১০ জন শিশুদের রক্ত পরীক্ষা করা হয়। এর মাধ্যমে বোঝা যাবে ফাইলেরিয়া সম্পূর্ণ নির্মূল হয়েছে কি না। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: হেম নারায়ণ ঝা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, রাজ্যের বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। শিশুদের রক্ত পরীক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার বিকাশে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রত্যেক শিশুর হাতে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা। খাতা বই সহ অন্যান্য শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয় শিশুদের হাতে। আগামীদিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।
